শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধি.
ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীদের আক্রমণ ও আঘাতে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও চট্টগ্রাম কোর্ট মসজিদে ভাঙচুর, মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তারাগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
বুধবার (২৭ নভেম্বর) ২০২৪ইং বিকেলে তারাগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিল করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি তারাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠ হতে বের হয়ে ভেতর বাজার প্রদক্ষিণ করে নতুন চৌপথি বাসস্ট্যান্ডে পৌঁছে একটি শোক সভার মধ্যদিয়ে শেষ করা হয়।
এ সময় জঙ্গি- ইসকন জঙ্গি, এক দুই তিন চার- ইসকন তুই দেশ ছাড়, সারা বাংলায় খবর দে- ইসকনের কবর দে’ এমনসব স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।
বৈষম্য বিরোধী আন্দোলনের আলামিন আকাশ ও শিহাব সারার বলেন, জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারের দোসরদের ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করেই যাচ্ছে। সেই অশুভ উদ্দেশ্যেই চট্টগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে কোর্ট এলাকায় আক্রমণ ও আঘাত করে হত্যা করা হয়েছে। আন্দোলনরত ছাত্র-জনতা একই সাথে রাষ্ট্রদ্রোহীতা মামলায় আটক হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের দৃষ্টান্তমুলক বিচার দাবি করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক সহ শিক্ষার্থী, বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ প্রতিবাদী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।