Saturday, April 20, 2024
Homeরংপুর বিভাগদিনাজপুর জেলাউত্তরের জনপদ থেকে হারিয়ে যাচ্ছে কাওয়ালি গানের প্রচলন

উত্তরের জনপদ থেকে হারিয়ে যাচ্ছে কাওয়ালি গানের প্রচলন

আল মামুন মিলন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এক সময়ের চিরাচরিত প্রথা কাওয়ালি গানের প্রচলন। আধ্যাত্মিক এই কাওয়ালি বা ভক্তিমূলক গানের উৎসব আমেজে ভরে যেতো গ্রাম বাংলার রুপ। নানা গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন আচার-অনুষ্ঠানে রাত জেগে উপভোগ করতো কাওয়ালের নিত্য, গান।

দূর দূরান্ত থেকে আসা কাওয়ালরাও বিলিয়ে দিতো তাদের ভক্তি। দিনের বেলায় প্রায় দেখা যেতো গোয়াল ঘরে বসে গরু ছাগলের রোগ বালাই দূর করতে কাওয়ালদের। গোয়ালঘরের পরিচর্যায় এসময় তারা নানা উপদেশ দিতো গানে গানে।

বংশ পরম্পরায় কাওয়ালি শিল্পিরা গান গেয়ে বেড়াতো এক স্থান থেকে আর এক স্থানে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, আর ইলেকট্রনিক্স মান উন্নয়নে তেমন আর চোখে পড়ে না কাওয়ালদেরও।

কুড়িগ্রাম জেলার সদর উপজেলা থেকে কাওয়ালি করতে আসা শ্যামল সরকার জানান- এক সময় বেশ হাক -ডাক আসতো কাওয়ালি পরিবেশনে। এখন তেমন আর কদর নেই আমাদের, নেই কোন পৃষ্টপোষকতা। তাই বাধ্য হয়েই এই পেশা ছাড়ছে অনেকেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments