উদাস মন
দুলাল হোসেন
তোকে বড় ভাল লাগে
বলতে পারি না মুখে,
তাইতো আমি গোপনে
তোকে রাখি চোখে চোখে।
আমার বুক ফোটেতো মুখ ফোটে না
শরম আর লাজে!
অহরনীশি ভাবি তোরে
মন বসে না কোন কাজে,
তোর ওই ডাগর ডাগর আঁখি
নিমিষেই যেন না দেয় ফাঁকি!
মাদলের ঝামুর- ঝুমুর তালে
মন উতালা হয় আমার-
সমীরনের প্রবল বেগে
তোর দোপাট্টা যখন যায় রেগে,
আকাশে দুষ্টুমি করে ওই কাল মেঘে!
বসন্তের কোকিল ডাকা ভোর
মনে হয় মিষ্টি কন্ঠ ভেসে আসে যেন তোর!
বর্ষার প্লাবনে ভাদ্র মাসের জোসনা রাত
মনে হয় যেন তুই এক পূর্ণিমার চাঁদ!
তাই মনের অজান্তেই ছুটে যায় হিয়া,
এক অপূর্ব অনুভূতি বুঝাবো কি দিয়া।
এলে হিম প্রবাহের গভীর রজনী,
ঘুম আসে না বোঝাবো কেমনে সজনী।
রাত জেগে নিভৃতে সদা থাকি একা
ভানু উঠিলে কখন পাব তোর দেখা!
জানি না দেবতা কি লেখেছে ভাগ্য রেখা?
তোর ঐ কপলে যখন পরে টোল-
তোর ললাটের ঐ রঙিন ভাঁজ,
ধমকে দেয় মোর অজানা কত কাজ।
হয়ত বিধাতা গড়েছে তোকে নিজ হাতে
হয়ত কোন শুভক্ষণে নয়ত জোসনা রাতে!
চাঁদের চেয়েও সুন্দর তুমি মেঘের মত কেশ
আমার এ বিশ্বাস ঐ রুপের হবে নাকো শেষ!
তোর ওই বর্নিল হাতের পরশ-
যেন হৃদয়কে করেছে শরশ
প্রতি প্রহরে ভ্রমর হয়ে ছুটি পিছু
না বলা কথাগুলো বাকি আছে কিছু
দুধে আলতা তনু, রুপ যেন হলদে পাখি মনেতে সদা সংশয় কখন ভাসাও আখি!
যৌনতার এই রঙিন শহরে
জানি না থাকিতে পারব কিনা প্রেমিকদের বহরে!
গোধূলি লগনে যখন ছুটে বাটি পানে ধেনু
তখন যেন উদাস মনে বাজে বেনু
প্রেমের বাজার ঘোর আন্দার
সবাই ছুটে রঙিন রঙিন স্বপ্নের খোঁজে
কেউ বা তার অস্তিত্ব হারায় বর্নিল ভোজে
আমার সংশয় তুমি হারাবে না আস্থা
প্রেমকে বলি দিবে না খেয়ে অন্যের নাস্তা।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।