Saturday, April 20, 2024
Homeবরিশাল বিভাগভোলা জেলাএমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন

মোঃ ছিদ্দিক- দৌলতখান(ভোলা) প্রতিনিধিঃ
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভোলার দৌলতখানে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) দৌলতখান উপজেলা শাখা। বৃহস্পতিবার ৭ই এপ্রিল বেলা ১১টায় দৌলতখান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন- দেশের চলমান শিক্ষাব্যবস্থায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকগন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের প্রায় ২৭ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। তারা আশা ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে ইনশা আল্লাহ।

বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) দৌলতখান উপজেলা শাখার সভাপতি ও আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক মোঃ হারুন, নাসির উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, হেলাল উদ্দিন, সুফিয়া আক্তার, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের রতন প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর ৭ দফা দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments