Saturday, April 20, 2024
Homeঢাকা বিভাগঢাকা জেলাকবিতার চালচিত্র

কবিতার চালচিত্র

কবিতার চালচিত্র
(নষ্ট কবিতা-২)

তানিয়া সুলতানা

কবিতার যৌবন লেগেছে তার বয়সের আগে ,
কম বয়সে পেকে যাওয়া কবিতা আমার।

মানুষ কবিতায় ভরা জোয়ার খোঁজে,
খোঁজে পূর্ণিমার নিটোল চাঁদ কবিতায়
মানুষ খোঁজে লাস্যময়ী প্রেমিকার ঠোঁট
কবিতার বাঁকে খোঁজে সুডৌল বুক
নিতম্ব ছুঁতে চায় কবিতার পাতায়!

তারা ছুড়ে ফেলে দেয় নর্দমায়
হাভাতের ভাতের থালা…,
ফুটো থালা বা ফাঁটা গোড়ালো
অসুন্দর মুখের হলুদ দাঁতের হাসি
পিঁচুটি জমে থাকা ডাগর চোখ
পথ কন্যার জট পাকানো চুলের মেসিবানে
তর্জনীর ডগা দিয়ে উকুন শিকারের দৃশ্য
বর্ণনা বড়ই কদর্য !

কবিতায় পাঠ অসুন্দর।

পিচঢালা কবিতার তপ্ত পথে …
ফুলের মালা হাতে নগ্ন পায়ের পথ কন্যা হেঁটে যায়

” আফা এট্টা মালা নিয়া যান মাত্র দশ টাহা ,
নেন না আফা এট্টা মালা…।”

এ ভাষা কবিতায় বড্ড বেমানান !

পথের ধারে ধুলোমাখা বুভুক্ষু শিশুর
মায়ের খোলা বুকের আঁচল সরিয়ে স্তন পান
সানি- খলিফার বুকের মতো সুন্দর কবিতা নয়,
কবিতা হয় না, ফুটপাতে বসে থাকা
সহোদরের নাক থেকে বেয়ে পড়া মিউকাস
আঙুলে জড়িয়ে চেটে খাওয়া , ঠিক …
কবিতায় যায় না !

এ কবিতা কেউ খায় না !

দামী আইসক্রিমে প্রেমিক যুগলের
জিহ্বার লেহন দর্শনে অর্গাজমের স্বাদ নেয় তারা।
কবিতা আমার পরিণত হয় প্রেমের কথোপকথনে
কবিতা ভরা যৌবনের বানে ভেসে যায়
অন্ধকার গলির গভীর অন্ধকারে!

রাজনীতির মিথ্যে আশ্বাসে, ক্ষুধার্ত প্রাণীদের
চিৎকারে কবিতারা উবে যায়,
কবিতারা যৌবন হারায়!
সৌন্দর্য মলিন হয় !

তাইতো চোখে পড়ে হাজারো প্রতিক্রিয়া
আমার যুবতী, বেসরম নষ্ট কবিতায় !
নিষ্প্রাণ পড়ে থাকে অভাবী কবিতারা
আমার সময়রেখা’র ভাগাড়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments