রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ীর ক্ষতিপূরণের দাবীতে কৃষি ও বসতবাড়ী রক্ষা কমিটির উপজেলা চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন ও স্মাকলিপি প্রদান। রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় হামিদপুর ইউপি’র বাঁশপুকুর কাজিপাড়া এলাকায় কৃষি ও বসতবাড়ী রক্ষা কমিটির সভাপতি মাহামুদুল নবী ও সাধারণ সম্পাদক সালমান এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার ফাতেমা খাতুন এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মাকলিপি প্রদান করেন।
কৃষি ও বসতবাড়ী রক্ষা কমিটির সভাপতি মাহামুদুল নবী মানববন্ধনে বলেন, ২০১৬ সালে বড়পুকুরিয়া কয়লা খনির সিসমিক টেস্ট এর কারণে ঘরবাড়ী ফেটে গেলে কর্তৃপক্ষক ক্ষতিপূরণ দেন। ২০২৪ সালের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষে পূরনায় ৮টি মৌজা সার্ভে করা হয়। সার্ভেকৃত ৮টি মৌজার চেক প্রদান করা হলেও বাঁশপুকুর ও গোপালপাড়া মৌজার আংশিক চেক প্রদান করেন। তালিকা ভূক্ত অবশিক্ষ ক্ষতিগ্রস্থদের এখন পর্যন্ত স্থগিত রাখেন ক্ষতি কর্তৃপক্ষ।
বাঁশপুকুর কাজীপাড়া গ্রামের ফাটল বাড়ীগুলির ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। অথচ এই এলাকার মানুষের অফুরন্ত সম্পদের ক্ষতি হলেও আমাদের বাড়ী মাটির নিচে থেকে যে পরিমান কয়লা তোলা হচ্ছে তা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। অথচ আমাদের ন্যায দাবীর প্রতি খনি কর্তৃপক্ষ কোন নজর
দিচ্ছে না। এই অঞ্চলের মানুষ তাদের ন্যায অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। চলতি বছরের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা না হলে আমরা বৃহত থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। মানববন্ধন শেষে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন এর সাথে সাক্ষাত করে খনি এলাকার মানুষের কি অবস্থা তা জানান। এ ব্যাপারে কয়লাখনি এলাকার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মানববন্ধনে খনি এলাকার ২ শতাধিক ক্ষতিগ্রস্থ এলাকাবাসী উপস্থিত ছিলেন।