৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার কাঠগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিতির মধ্যদিয়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল ২৩/৭/২০২৩ইং কাঠগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল ৯টা ৩০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক মোসাম্মৎ সাজেদা ইয়াসমিনসহ আরও দুইজন সহকারি শিক্ষিকা ততক্ষণ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হন নাই। পরে প্রধান শিক্ষিক মোসাম্মদ সাজেদা ইয়াসমিন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হন এবং এরপর ৯ টা ৪০ মিনিটে বাকি দু'জন সরকারি শিক্ষিকা বিদ্যালয়ে আসেন(তথ্য সংরক্ষিত)।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মদ সাজেদা ইয়াসমিনের সঙ্গে দেরিতে বিদ্যালয় উপস্থিত হওয়ার বিষয়ে কথা হলে তিনি বলেন, তিনি রংপুর থেকে আসেন বলে উপস্থিতিতে একটু দেরি হয়ে যায়। তিনি তার বক্তব্যে আরও বলেন, একটু দেরি হওয়া তার কাছে কোন বিষয় নয়। অন্য দুই শিক্ষিকাও একই কথা বলেন তারা নিয়মিত আসেন তবে আজ দেরি হয়েছে(তথ্য সংরক্ষিত)।
তথ্যসূত্রে দেখা যায়, উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা প্রায় সময় দেরিতে আসেন। এবং উক্ত বিদ্যালয়ে ২১-২২ অর্থবছরে প্রাপ্ত ক্ষুদ্র মেরামত কাজের ব্যয় পরিকল্পনা অনুযায়ী সংস্কার কাজে অনিয়মের চিত্র ফুটে উঠেছে। এছাড়াও ১৮-১৯, ২১-২২ ও ২২-২৩ অর্থ বছরের ব্যয় পরিকল্পনার কাগজ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে সময় করে এসে দেখতে বলেছেন।
উল্লেখ্য যে, ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ টাকার ব্যয়িত কাজ দেখে স্পষ্ট বোঝা যায় নাম মাত্র ব্যয়ে কাজ সম্পন্ন করা হয়েছে। বরাদ্দ ফলকটিও এখনো পর্যন্ত স্থাপন করা হয়নি(তথ্য সংরক্ষিত)। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদ মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এই সংবাদের আরও বিস্তারিত পরে প্রকাশ করা হবে...
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।