Thursday, April 18, 2024
Homeকৃষি ও অর্থনীতিকিশোরগঞ্জে বানিজ্যিকভাবে মিষ্টি পান চাষে সাফল্য

কিশোরগঞ্জে বানিজ্যিকভাবে মিষ্টি পান চাষে সাফল্য

শাহজাহান ইসলাম লেলিন- শিক্ষানবিশ প্রতিনিধিঃ
অপার সম্ভাবনাময় দো-আশ মাটি যেন একখণ্ড ভূস্বর্গ। শরৎ মৌসুমে ঘন সবুজে মোড়ানো আশপাশ। কাঁচা-পাকা ধানে ভরে গেছে চাষাবাদের জমি।

নীলফামারীর কিশোরগঞ্জের বেশির ভাগ মানুষ ধান চাষের ওপর নির্ভরশীল। অতীত থেকে চলে এসেছে এই ধারাবাহিকতা। ধান, হলুদ, মারফা, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটিসহ প্রায় ৪০ ধরনের সবজি উৎপাদিত হয়।
এবার শখের বসে কৃষক দিলিপ(৪২) তার নিজ জমিতেম পান চাষে ঝুকে পড়েছেন।

অনেকে পান চাষ করছে। আর্থিকভাবে লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে পানচাষীর সংখ্যা। নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া দোলা পাড়া প্রথমবারের মতো ৬০ বরজে পানের আবাদ করেছে কৃষক দিলিপ চন্দ্র রায়।

কৃষক দিলিপ চন্দ্র রায় বলেন- রংপুরে পান চাষ দেখে পরে নিজে নিজে ২০ শতক জমিতে পানের আবাদ শুরু করেছি এবং দ্রুত সাফল্য পেয়েছি। মে মাসে পানের বরজে চারা রোপণ করেছি। ধীরে ধীরে পুরো বরজ সবুজ পানে ভরে গেছে।

প্রতি সপ্তাহে ১’শ বিড়া পান বিক্রি করি। এ বরজ থেকে অন্তত দেড় লাখ টাকার পান বিক্রি করতে পারব।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান- আগামীতে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments