মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) ভোর ৭টায় অস্থায়ী দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়। বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে।
তিনি আরও বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দলের উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ. কে. এম. তাজুল ইসলাম ডালিম, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক টিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জুবায়ের ঈবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা প্রামানিক প্রমুখ। উল্লেখ্য কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে চলমান বন্যা পরিস্থিতির জন্য বন্যার্তদের মাঝে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়।