শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে কিশোরগঞ্জ বাজারের কৃষি ব্যাংকের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত ২ টার দিকে শহরের কৃষি ব্যাংকের সামনে বন্ধ থাকা ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানের আগুনে বস্ত্র বিতরণ, লাইব্রেরি, জুতা স্যান্ডেল, হার্ডওয়্যার ও গুদামঘরসহ মোট ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র, মালামাল ও নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কাপড় ব্যবসায়ী কমল কৃষ্ণ রায় বায়ান্নর আলোকে বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। মধ্যেরাতে একজন কল দিয়ে বলল আমার দোকান আগুন লেগেছে তারপর ছুটে এসে দেখি আমার সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। অনেক কষ্ট করে দোকানে মালামাল তুলেছিলাম সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেলো৷
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন অফিসার) মহরম আলী বায়ান্নর আলোকে বলেন, গতকাল রাতে আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে প্রায় দুইঘন্টা আমাদের দুইটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।