Thursday, April 25, 2024
Homeরংপুর বিভাগনীলফামারী জেলাকিশোরগঞ্জে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ কাজ উদ্বোধন

কিশোরগঞ্জে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ কাজ উদ্বোধন

শাহজাহান ইসলাম লেলিন- শিক্ষানবিশ প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার ২৯শে নভেম্বর সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় ষ্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জনাব জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নীলফামারী-৪ মাননীয় সংসদ সদস‍্য জনাব আহসান আদেলুর রহমান আদেল, নীলফামারী-৩২৩ সংরক্ষিত সংসদ সদস‍্য জনাব রাবেয়া আলীম, উপজেলা পরিষদ চেয়ারম‍্যান জনাব শাহ আবুল কালাম বারী পাইলট, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোজাম্মেল হক রাসেল, উপজেলা নির্বাহী অফিসার জনাব নূর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) জনাব সানজিদা রহমান, উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জাকির হোসেন বাবুল, সংসদ সদস‍্য’র প্রতিনিধি জনাব রেজাউল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক জনাব মশিয়ার রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম‍্যান জনাব রশিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জনাব আরিফ হোসেন মুন, উপজেলা জাতীয় পার্টির সদস‍্য সচিব আব্দুর রশিদ ঠিকাদার, উপজেলা বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম‍্যান মোকলেছার রহমান বিমান সহ অন‍্যান‍্য ইউপি চেয়ারম‍্যানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব‍্যে মন্ত্রী বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম ধাপে ১৮৬টি উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ করার অনুমোদন দিয়েছেন। সর্ব প্রথম নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মান কাজের শুভ উদ্বোধন করা হলো।

তিনি আরো বলেন- বর্তমান তরুন সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। তাদের খেলাধুলার দিকে মনোনিবেশ করতে হবে। মাদকের ছোবল থেকে তাদেরকে বাচাঁতে হবে।

উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২ শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারী কিশোরগঞ্জে মিনি ষ্টেডিয়াম কাজ করা হবে। জিওবি অর্থায়নে মোট বরাদ্দ ৪ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫৫৯ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments