বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা বিএনপির উদ্যোগে কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ৬৩৩ জন কাউন্সিলরদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ছাতা প্রতীকে ৩৬৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা পাটোয়ারী হাতি প্রতীকে ২২৬ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এ.কে.এম তাজুল ইসলাম ডালিম মাছ প্রতীকে ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদস্য সচিব দেলোয়ার হোসেন রিক্সা প্রতীকে ২০৮ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে ইবনে সাঈদ সুজন ফুটবল প্রতীকে ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন চেয়ার প্রতীকে ২২০ ভোট পেয়েছেন।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহঃ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান, যুগ্ন-অবায়ক শওকত হায়াৎ শাহ্, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, ছাত্রদলের সভাপতি রেজোওয়ান আকতার পাপ্পুসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।