Friday, April 19, 2024
Homeচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাকুমিল্লায় অর্থমন্ত্রীর নির্বাচনী এলাকার গলিয়ারা (উওর) ইউপি‘তে এক হাইব্রীড নেতার দুই দল

কুমিল্লায় অর্থমন্ত্রীর নির্বাচনী এলাকার গলিয়ারা (উওর) ইউপি‘তে এক হাইব্রীড নেতার দুই দল

শাহীন আলম- বিশেষ প্রতিনিধিঃ
বর্তমানে হাইব্রীড মানে আওয়ামী লীগের জন্য বিষ ফোঁড়া, যাচাই না করেই যে কোন কিছুর বিনিময়ে দেওয়া হচ্ছে পদ-পদবী, যা যে কোন দলকে ভবিষ্যত রাজনীতিতে চরম মূল্য দিতে হয়, একটি ঘটনা ঘটেছে বর্তমান অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা এমপি‘র নির্বাচনী এলাকার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা (উওর) ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে,।

স্থানীয় সূত্রে জানা যায়- গত ২০২১ইং সালের ৮ই ডিসেম্বর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক থাকা অবস্থায় ২০২২ইং সালের ২৪শে অক্টোবর এসে কাউন্সিলে এক তরফা ঘোষণার মাধ্যমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন মোঃ নাছিম আহামেদ, মোঃ নাছিম আহামেদ কুমিল্লাতে তার গ্রামের বাড়ীর নিজ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি পদ দখল করে থাকলেও ব্যবসার কাজে পরিবার নিয়ে তিনি বেশিরভাগ সময় নারায়ণগঞ্জেই থাকেন, যাকে বলে অতিথি পাখি মতো অবস্থা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ইউনিয়ন ও উপজেলার বিএনপির নেতাদের সাথে সরেজমিনে কথা বললে তারা গণমাধ্যমকে জানান- এই নাছিম গত ৪ দলীয় জোট সরকারের শাসনামলে স্হানীয় বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় বিএনপির নেতারা সাংবাদিকদের আরো জানান- মোঃ নাছিম আহামেদ দীর্ঘ দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, গত ২০২১ইং সালেও ৩নং গলিয়ারা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে তাকে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রাখা হয়েছিল যা অএ ইউনিয়ন ছাড়াও উপজেলা পর্যায়ে সকলে অবগত।

জানা যায়- আজ পর্যন্ত নাছিম আহামেদ বিএনপি থেকে পদত্যাগ করেননি, কিংবা সে যে বিএনপির রাজনীতি থেকে যে সরে দাঁড়িয়েছেন তিনি এই পর্যন্ত কোন ঘোষণা কিংবা কাউকে কিছু বলেননি, বিএনপির নেতারা আরো বলেন- নাছিমের রাজনীতি টা পরকিয়া প্রেম বিয়ের মতো অবস্থা, যা নিজের বউ আর সংসার থাকতেও পরের বউয়ের সাথে পরকিয়া ভাবে প্রেম করে বিয়ে করে সংসার করার মতো,যে বিয়ে সংসার সামাজিক ভাবে কেউ গ্রহন করতে রাজি নন, নাছিম আহামেদ এর বর্তমানে রাজনৈতিক অবস্থাটা এমনই।

জানা যায়- নাছিম বিএনপির কমিটিতে থাকা অবস্থায় আওয়ামী লীগের ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে বিপুল অর্থ খরচ করে প্রশ্নবিদ্ধ ভাবে বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে বলবৎ আছেন, হাইব্রীড নেতা নাছিম এবং তার প্রশ্নবিদ্ধ সভাপতি ঘোষণার কারণে তৎকালীন বিভিন্ন গণ্যমাধ্যমে একাধিকবার নিউজ হওয়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সরওয়ার কে এই কমিটির বিষয়ে জবাব দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তলব করা হয়, তবে আজ বেশ কয়েক মাস অতিবাহিত হলেও হাইব্রীড নেতা নাছিম আহামেদ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি পদে অধিষ্ঠিত আছেন, যা স্থানীয় আওয়ামী লীগের ত্যাগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে, নাছিম আহামেদ কে ইউনিয়ন সভাপতি ঘোষণা দেওয়ার কয়েক মাস হলেও স্হানীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতা কর্মী এবং সমর্থনরা তাকে মেনে নিতে নারাজ।

নাছিম আহামেদ বিএনপির বর্তমানে আহবায়ক কমিটিতে আছে জেনেও পত্র-পএিকায় নিউজ করার পরও পুরো ইউনিয়ন এবং উপজেলায় আলোচনা ও সমালোচনার মধ্যেও নাছিম আহামেদ এর বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ কিংবা জেলা আওয়ামী লীগ কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা চরম হতাশ, নাছিমের এই অপ-রাজনৈতিক দুই দলের এক নেতা সংক্রান্ত বিষয়ে তদন্ত পূর্বক দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ-সংগঠনের নেতা কর্মী সমর্থকেরা,

উল্লেখ্য গত ১৬ই অক্টোবর-২০২২ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা(উওর) ইউনিয়ন আওয়ামীলীগের এি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, উক্ত সম্মেলনে বিএনপি থেকে এসে আওয়ামী লীগের যোগদানকারী স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্কিত ব্যক্তি হাইব্রীড আওয়ামীলীগার মোঃ নাছিম আহামেদকে গলিয়ারা (উওর) ইউনিয়ন সভাপতি ঘোষণা দেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, এই ঘোষণার মধ্য দিয়েই ইউনিয়ন আওয়ামী লীগের খবরদারী এখন হাইব্রীড আওয়ামী লীগারের দখলে, যা স্থানীয় আওয়ামী অঙ্গ-সংগঠনের নেতা কর্মী সমর্থকদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ লক্ষ্য করা গেছে।

সরেজমিনে অনুসন্ধান সূত্রে জানা যায়- যারা স্বাধীনতা পর থেকে অবিভক্ত গলিয়ারা আওয়ামী লীগের রাজনীতির সাথে স্বতঃস্ফূর্ত ভাবে জরিত আছেন যারা আওয়ামী লীগের রাজনীতিতে জীবন যৌবন বিসর্জনের মধ্য দিয়ে মামলা, হামলা, জেল, জুলুম, অত্যাচার বহু ঘাত-প্রতিঘাত সহ্য করে দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন তেমন ত্যাগী নেতাদের উপেক্ষা করে আইওয়াশ কো-আপ্ট ভোটাভোটির মধ্যে দিয়ে উপস্থিত নেতা কর্মী সমর্থকদের হতাশ করে সভাপতি হিসেবে মাইকে ঘোষণা দিলেন গলিয়ারা তথা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগে বিতর্কিত ব্যক্তি অন্য দল থেকে যোগদানকারী, এক সময়ে বিএনপির সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরীর একান্ত আস্থাভাজন ব্যক্তি মোঃ নাছিম আহামেদ‘কে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments