এন.সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার ১৮ই জুন সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক. ম বাহাউদ্দীন বাহার এমপি।এসময় জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার উপস্থিত ছিলেন।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ও আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সারাদেশের ন্যায় কুমিল্লায় ১০ লাখ ৩ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার জেলা সদর ও সিটি কর্পোরেশনসহ ১৭টি উপজেলার ৪ হাজার ৯৩২টি কেন্দ্রে ৯ হাজার ৮৬৪ জন স্বাস্থ্যকর্মী স্বেচ্ছাসেবকরা ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো শুরু করেন। সকাল ৮ টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইন বিকেল ৪টা পর্যন্ত চলে।
জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার জানান, অতীতের মত এবারো কুমিল্লা জেলা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল হবে।উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কানিজ ফাতেমা এবং সভাপতি হিসেবে ছিলেন আদর্শ সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ নাবীল চৌধুরী, দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয় এবং আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।