শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম-ডেস্কঃ
কুমিল্লায় র্যাব-১১’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার (১০ আগস্ট) জেলার কোতয়ালী মডেল থানা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল
থানাধীন শাহপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অর্ক(৩২) নামক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছে থেকে ৩৫ বোতল স্কাফ ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
একই দিনে অন্য আরেক অভিযানে জেলার কোতয়ালী মডেল থানাধীন শালুকমোড়া এলাকায় থেকে মো. তুষার (২৬) নামক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁর কাছ থেকেও ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে জেলার কোতয়ালী মডেল থানাধীন ধনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মো. মামুন হাসান (২৮) নামক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল। এ সময় অভিযুক্তের কাছ থেকে ৯,৯১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়- মো. অর্ক (৩২) মুন্সীগঞ্জ জেলার ভবেরচর থানার কলেজ রোড গ্রামের আব্দুর রহিম এর ছেলে, মো. তুষার (২৬) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পালপাড়া গ্রামের রিপন মিয়া এর ছেলে এবং মো. মামুন হাসান (২৮) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার তুষপুর গ্রামের মো. জুলহাস মিয়ার ছেলে।
জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য স্কাফ, গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে মুন্সীগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।