এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় ১১টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
এতে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহঃ সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে 'ট্রাক' প্রতীক পেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সারা দেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। কুমিল্লা-৫ আসনে থেকে এবারের নির্বাচনে লড়বেন ৯ জন প্রার্থী। প্রার্থীগণ হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের এডভোকেট আবুল হাসেম খান, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলহাজ্ব পীরজাদা মুফতি বাকীউল্লাহ, গণফোরামের এডভোকেট রাসেল, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আবু জাহের, স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি, স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ। কুমিল্লা- ৫ আসন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলা নিয়ে গঠিত। এ দুই উপজেলায় ১৭টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯১২ জন।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সহঃ সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি। তবে দলটির মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।