জুয়েল রানা- কুষ্টিয়া জেলা ব্যুরোঃ
ওষুধের মূল্যবৃদ্ধি, চিকিৎসকের ‘ভিজিট’ কমানো, ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি কমানো সহ নানা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা। রবিবার (১১ মে) রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, এ দেশের অধিকাংশ মানুষ নিম্নমধ্যবিত্ত। অধিকাংশ মানুষ রোগে আক্রান্ত হলে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই, অন্যদিকে দ্রুত গতিতে ওষুধের মূল্য বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা তাদের ভিজিট বাড়াচ্ছেন। এমনকি ডায়াগনস্টিক সেন্টারগুলো পরীক্ষা-নিরীক্ষার মূল্য বৃদ্ধি করছে। অতি দ্রুত ডাক্তারদের জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে। যেখানে সর্বোচ্চ ফিস ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। অসহায় দুস্থ রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপি জেলা শাখার সদস্য সচিব কে এম জাহিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, আবু মনি সাকলায়েন এলিন, রাসেল পারভেজসহ প্রমুখ বক্তব্য রাখেন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।