কৃষকের ভোগান্তি
দুলাল হোসেন
একটুখানি স্বস্তির বৃষ্টির অপেক্ষায়
প্রহর গুনছে চাষী ও চাষা,
সোনালী ফসলে ভরে যাবে ক্ষেত
এই যে তাদের গোপন আশা!
গগনে যখন গর্জে বারিদ
কৃষকের বদনে আসে হাসি,
তার ক্ষেতে ফসল হবে রাশি রাশি।
অতি বৃষ্টি অনা বৃষ্টি কোনটাই কাম্য নয়
সোনার ফসল যেন নষ্ট না হয়,
তাই মনে লাগে ভয়!
বৃষ্টি যেন কখনও অভিশাপ
কখনও আর্শীবাদ,
অতি বা অনাবৃষ্টিতে ফসল নষ্ট হলে
কৃষকের মাথায় উঠবে হাত।
আহা! ফসলের ক্ষতি হলে
কপালে জুটবে না যে ভাত।
আসিলে কালবৈশাখী ঝড়,
মনে লাগে ডর, গায়ে আসে জ্বর!
এছাড়াও কত আছে নার্গিস-বুলবুল,
নিমিষেই সাবার করবে ফসলের ফুল।
আসিলে মহাসেন- ফনি বা সিডর,
ভাঙ্গে যেতে পারে কৃষকের ছোট ঘর।
যদিও খোদার ফজলে পায় কিছু শস্য
বাজারে দাম ওঠে না জীবন যেন নষ্ট!
খরচ টাকাটাও পাওয়া যায় না
ফসল নিলে বাজারে,
খাজনা ও কিস্তির টাকা
দিতে হয় হাজারে হাজারে!
একেতো সরকারি সহায়তা আসে না গৃহে
স্যার,ঔষধ-কীটনাশক কিনতে হয় নগদ কড়িতে,
ধরা যদি খায় সিজনে কৃষক
না পারে কিছু করিতে!
কৃষক বাঁচলে বাঁচবে দেশ
বাঁচবে জনজন,
তাই কৃষকদের প্রতি সরকারের
দেয়া উচিত মন।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।