৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘অবৈধভাবে’ জিয়া পরিষদের একটি নতুন কমিটি গঠনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যাংকে কর্মরত বিএনপিপন্থী সাবেক ছাত্রদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ মে (মঙ্গলবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সিবিএ অফিস কক্ষে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয় বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, এই সভায় সভাপতিত্ব করেন আব্দুল হালিম হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি এবং সেখানে উপস্থিত ছিলেন কয়েকজন বহিরাগত ও বিতর্কিত কর্মকর্তা/কর্মচারী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সভায় ৭১ সদস্য বিশিষ্ট একটি ‘জিয়া পরিষদ - বাংলাদেশ কৃষি ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটি’ গঠনের যে ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে প্রচারিত হয়েছে, তা জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের অজ্ঞতসারে ও আদেশ অমান্য করে করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ‘জিয়া পরিবারের শিক্ষক’ পরিচয় দিয়ে জনৈক রুহুল আমিন তার এখতিয়ার বহির্ভূতভাবে ও বিধিবহির্ভূত পদ্ধতিতে কমিটি গঠন করেছেন। এতে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজ করা হয়েছে।
ওই কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ওই একই হত্যা মামলার মোট ছয়জন এজাহারভুক্ত আসামিকে রাখা হয়েছে বলে দাবি করা হয়, যা ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ‘অবৈধ কমিটিতে’ কৃষি ব্যাংকে কর্মরত কিছু সাবেক ছাত্রদল নেতার নাম তাদের অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়া কয়েকজনের নামও রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ব্যাংকে কর্মরত বিভিন্ন ইউনিটের সাবেক ছাত্রদল নেতাকর্মীরা একযোগে বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। সংগঠনের নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ড এবং জিয়া পরিবারের নাম ভাঙিয়ে মিথ্যাচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
তারা অবৈধ কমিটি বাতিল এবং মিথ্যা পরিচয় ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।