শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হুমায়ন কবিরের নির্দেশে লাতিফুল আজম নামে এক সংবাদকর্মীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গল বার (৩ অক্টোবর) বিকেল ৪টায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় থাকা চাল নিতে আসে অনুমোদিত ডিলারগণ। ডিলারের উপস্থিতে চাল প্রদানের নিয়ম থাকলেও উৎকোচ গ্রহণের মাধ্যমে তাঁদের অনুপস্থিতে চাল প্রদানের অভিযোগ ওঠে।
খবর পেয়ে চাল বিতরণের স্থানে (খাদ্যগুদাম) যান, “দ্যা মর্নিং গ্লোরী” পত্রিকার উপজেলা প্রতিনিধি লাতিফুল আজম, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসুজ্জামান সুমন ও দৈনিক দেশ চিত্রের উপজেলা প্রতিনিধি আদর আলী।
ডিলারের অনুপস্থিতে চাল প্রদানের বিষয়ে সংবাদকর্মীরা জানতে চাইলে ওসি এলএসডি হুমায়ন কবির বলেন, ডিলারগণ এসে স্বাক্ষর দিয়ে গেছে, আমরা তাদের চালগুলো পাঠিয়ে দিচ্ছি। পরে ওনার নির্দেশে (হুমায়ন কবির) শ্রমিকের সর্দার পালানু রহমান সহ ওই তিন সংবাদকর্মীর উপর অতর্কিত ভাবে চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
সাংবাদিক লাতিফুল আজম তাদেরকে মারমুখী এমন আচরণ ও গালিগালাজ করতে নিষেধ করলে শ্রমিকের সর্দার পালানু রহমান তেড়ে এসে তাঁকে এলোপাথারি কিল ঘুষি ও মারধর করে। অপর দুই সাংবাদিক এগিয়ে গেলে তাঁদেরকে হুমকি প্রদান করে গোডাউন থেকে বের হয়ে যেতে বলেন। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অপর দুই সাংবাদিকসহ আহত সাংবাদিক লাতিফুল আজমকে নিয়ে এসে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খাদ্য গোডাউনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে ঘটনার সত্যতা স্পষ্ট হবে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, বিষয়টি আমি শুনেছি খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।