সংবাদ বিজ্ঞপ্তিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর ছাত্র আন্দোলন জনতার আন্দোলনে রূপ নেয়। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সব শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসে। (৫ আগস্ট) ছাত্র-জনতার গণআন্দোলনে পদত্যাগের পর দেশত্যাগ করেন শেখ হাসিনা। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও লুটপাট চালায় গণভবনে। সেদিন কয়েকজন ব্যক্তি গণভবন থেকে একটি সিন্দুক লুট করেন। সিন্দুকে থাকা টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানালে, তাৎক্ষণিক সেনা ও র্যাব সদস্যদের একটি টিম গিয়ে নগদ ৮ লাখ টাকাসহ সিন্দুকটি উদ্ধার করে।
সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করেন র্যাব ও সেনা সদস্যরা।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা জানান, গণভবন থেকে নেওয়া টাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলে একজন কল করে টাকা নেওয়ার বিষয়টি আমাদের জানায়। আমাদের টিম এসে ৮ লাখ টাকা উদ্ধার করি। তবে ফোন করা ব্যক্তির তথ্যমতে সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল।
মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর টহল টিমের দায়িত্বে থাকা ক্যাপ্টেন সাদির বলেন, আমরা ৮ লাখ টাকা উদ্ধার করেছি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
সূত্রঃ কালবেলা।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।