অপু রোমিও- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য নির্মাণকৃত ঘর যেন অসহায়ের স্বপ্ন পূরণ। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীনরা পেয়েছেন নতুন প্রাণের ঠিকানা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ৫০০টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে।
সেমি পাঁকা ঘর, বারান্দা, রান্না ঘর পেয়ে খুশি মাথা গোঁজার ঠাঁই ছিল না এমন ভূমিহীনেরা।
উপজেলারশ্রীপুর, কাপাসিয়া, রামজীবন, বামনডাঙ্গায় চলমান ৫০০ টি ঘরের কাজের মান যেন মন ছুঁয়ে যাওয়ার মতো। নির্মাণ কাজে ব্যবহৃত ইট, খোয়া, বালু, টিন, রড, সিমেন্ট, কাঠ এর গুণগত মান বুঝিয়ে দেয় কাজের স্থায়িত্ব!
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান- আমার উপজেলাটি অনেক বড়। মাননীয় প্রধানমন্ত্রীর ঘরের যেন সঠিক বাস্তবায়ন হয় সেটাই করার চেষ্টা করছি। তবে আমি সব সময় নিজে এবং লোক মাধ্যমে নির্মাণকাজ দেখাশুনা করি। যাতে কাজের গুণগতমান নিশ্চিত হয়।
কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া জানান- নদী বিধৌত এলাকায় যে ভাবে ঘরের কাজ হয়েছে তা অনেক সুন্দর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিবির তদারকিতে কাজের মান প্রশংসনীয় হয়ে উঠেছে। সরকারের এই প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের জীবন পেয়েছে নতুন প্রাণের সঞ্চার।
সচেতন মহল বলছেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল নিরলস পরিশ্রমের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করছেন। আমরা সব সময় চাই তার পুনঃ পুনঃ সফলতা।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।