মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীতে সাংবাদিককে মারধর, এলাকায় আধিপত্য বিস্তার ও চুরি করা লোহার রড বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় ৭ জনকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
বুধবার রাত ও বৃহস্পতিবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করাহয়েছে।
শুক্রবার ৫ই আগস্ট তাদেকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী রাশেদ খান মেনন(২৫), স্বেচ্ছাসেবক লীগ কর্মী এনামুল হক অনিক(৩১), তাইজুল ইসলাম(২৫), মোজাফফর(২৮), আল আমিন(৩৯), রিফাত(২৩), আজহার(১৭)।
উল্লেখ্য, কয়েকদিন ধরেই রাশেদ খান মেনন ও অনিক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে মিত্তিবাড়ি এলাকায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে উভয়গ্রুপ থানায় অভিযোগ জানাতে গেলে থানা ফটকের সামনে ফের তারা সংঘের্ষে জড়িয়ে পরে।
এসময় সংঘর্ষের ভিডিও ধারণ করায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আরিফ চৌধুরীর ওপর হামলা চালায় তারা। একপর্যায়ে হামলাকারীরা সাংবাদিক আরিফের মোবাইল ফোন, মানিব্যাগ ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।
ওই ঘটনায় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ চৌধুরীর বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও নাম না জানা ৫/৬ জনকে আসামি করে বৃহস্পতিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন- সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অব্যাহত রয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।