Thursday, April 25, 2024
Homeরংপুর বিভাগগাইবান্ধা জেলাগোবিন্দগঞ্জে জ্বীনের বাদশা‘হ গ্রেফতার

গোবিন্দগঞ্জে জ্বীনের বাদশা‘হ গ্রেফতার

মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাকিং নগদ এ্যাকাউন্ট হ্যাক করে গরীব-অসহায় মানুষদের একাউন্ট থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন করা হ্যাকার সুমন ওরফে সুমন মিয়া প্রতারনার উদ্দেশ্যে জ্বীনের বাদশার বুলি দেওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- ২৯শে সেপ্টেম্বর রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানার এএস আই আব্দুস সামাদ গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করলে জ্বীনের বাদশা’হী বুলি দেওয়া কালে ওই এলাকা থেকে মোবাইল ব্যাকিং নগদ এ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন এলাকার গরীব-অসহায় মানুষদের একাউন্ট থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন করা সুমন মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সুমন দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে নগদ হেড অফিসের কাষ্টমার ম্যানেজার সেজে বুলি দিয়ে বড় ধরনের পুরস্কারের লোভ দেখিয়ে কখনও সপ্তম আকাশের জ্বীন, দরবেশ পরিচয় দিয়ে ধন-দৌলত দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থানের নিরিহ মানুষের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিতো বলে জানা যায়। গ্রেফতারকৃত সুমন মিয়া তালুককানুপুর ইউনিয়নের নারিচাগাড়ী গ্রামের কালু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার এএস আই আব্দুস সামাদ জানান- সুমন মিয়াকে জ্বীনের বাদশাহী বুলি দেওয়ার সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments