শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ আর নেই।
রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন মোসলেম উদ্দিন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
মোসলেম উদ্দিনের প্রথম জানাজা হবে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দ্বিতীয় জানাজা বাদ আসর তার নির্বাচনী এলাকা বোয়ালখালীতে।
আগামীকাল জমিয়তুল ফালাহ জামে মসজিদ তৃতীয় জানাজা শেষে গরীবউল্লাহ শাহ মাজারে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
২০১৩ইং সাল থেকে মোসলেম উদ্দিন আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২০ইং সালের ১৩ই জানুয়ারির উপনির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।