মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
রাজশাহীর চারঘাটে একটি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটককৃত ব্যক্তি পার্শ্ববর্তী বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের রেজাউল করিমের ছেলে আবুজ্জোহা বাবু(৩৮)। সোমবার দিনগত রাতে চারঘাট উপজেলার মিয়াপুর এলাকা থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়- র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার রাতে জানতে পারে জনৈক মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ১টি ব্যাটারি চালিত চার্জার ভ্যানযোগে চারঘাট লিলি সিনেমা হলের মোড় থেকে চারঘাট বাজারের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন মিয়াপুর গ্রামস্থ জনৈকা রাহেলা বেওয়ার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে র্যাব সদস্যরা।
এসময় ব্যাটারিচালিত চার্জার ভ্যানটি চেকপোষ্টের সামনে আসলে ভ্যানটি থামানোর সংকেত দিলে চার্জার ভ্যান থেকে নেমে দুই ব্যক্তি তাদের সঙ্গে থাকা ১টি কাটুন নিয়ে পালানোর চেষ্টাকালে আবুজ্জোহা বাবুকে ঘটনাস্থলেই আটক করা হয়। তবে অপর একজন কৌশলে অন্ধকারে পালিয়ে যায়।
এসময় র্যাব জিজ্ঞাসাবাদে আটক বাবু জানায় তার ডান হাতে থাকা র্যাপিং পেপার দ্বারা মোড়ানো ১টি কোকোলা বিস্কুটের কার্টুনের ভিতরে খবরের কাগজ ও কসটেপ দ্বারা প্যাঁচানো ১টি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতরে অস্ত্র ও গুলি আছে। সে এবং তার সহযোগী পলাতক আসামী পরস্পর যোগসাজসে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজত ও নিয়ন্ত্রণে রেখেছিল।
এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে আটককৃতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।