Saturday, April 20, 2024
Homeঢাকা বিভাগঢাকা জেলাচির অম্লান মুজিব

চির অম্লান মুজিব

চির অম্লান মুজিব

এম আবু রাফি

তুমি আমার, ১৬ কোটি বাঙালির সাহসী কন্ঠস্বর
তুমি চির অম্লান… ক্ষণ থেকে ক্ষণে
যুগে যুগে তুমিই চিরতরঙ্গিত, তুমি চির ভাস্বর
তুমি ১৬ কোটি বাঙ্গালির বজ্রধ্বনি, সাহসী কন্ঠস্বর..
বকুল ফুলে খুঁজে পাই আজো তোমার তনুর সুবাস
তুমি বাংলার অক্লান্ত কারিগর, হে সাহসী মুজিবর
হে নেতা,
তোমার শিষ্য আজ বাংলার ১৬ কোটি জনগণ
টুঙ্গিপাড়ার কবরে তুমি কি..
শোনোনা মোদের হাহাকারি ক্রন্দন?

তুমিই মানে সূর্যোদয়
তুমিই মানে সোনালি প্রভাত
তুমি চির অম্লান, চির ভাস্বর
ইহধাম করিলে ত্যাগ, কি ছিল এমন তাড়না!

না!না! জনকের নাম এত সহজে মোছা যায় না
তুমি তো বীর বাঙ্গালির প্রাণের সজীবতা
তুমি তো একদল দামাল ছেলের সাহসী অনুপ্রেরণা
তোমার সাহস, বজ্রধ্বনি রুখে দিতে
আজ সেই নেকড়েরূপী মানুষেরা উদ্যত
ওরা হত্যা করেছে তোমাকে..
ওরা মুছে দিতে চেয়েছিল বাংলা নামকে
কিন্তু, হে জনক
সেই উদ্যত কালো হাত মুছড়ে দিয়েছি
পথে,প্রান্তরে- ঘাটে সবাই জেনে গেছে,
কী হয়েছিল ৭ই মার্চের সেই সোনালি প্রহরে।
দুমড়ে দিয়েছি সেই উদ্যত কালো থাবা,
সবাই জেনে গেছে..
মুজিবই ছিল সেই কাব্যময় প্রহরের একমাত্র রচয়িতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments