বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
রাজশাহীতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে এবং নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুব সমাজের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ জুন) ২০২৪ইং বুধবার বিকাল ৪ঃ০০ টায় রাজশাহীর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের বোয়ালিয়া থানাস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মোঃ ফরহাদ হোসেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।
এছাড়া সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এনজিও এর প্রতিনিধিবৃন্দ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচকবৃন্দ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে তরুণদের এগিয়ে আসার আহবান জানান।