৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে রংপুর বিভাগে শ্রেষ্ঠ হয়েছে তারাগঞ্জ উপজেলা, আর এই শ্রেষ্ঠত্বের প্রধান নায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা। সদ্য সমাপ্ত জাতীয় জরিপে সারা দেশের মধ্যে তারাগঞ্জ উপজেলা দ্বিতীয় এবং রংপুর বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার অভাবনীয় এই সাফল্যের জন্য তিনি দেশসেরা স্বীকৃতি পেয়েছেন।
স্থানীয় সরকার বিভাগ (রেজিস্ট্রার জেনারেল “জন্ম ও মৃত্যু নিবন্ধন” এবং বিভাগীয় কমিশনার কার্যালয়) এর যৌথ মূল্যায়নে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে তারাগঞ্জ উপজেলা নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৩৩.৪০ শতাংশে পৌঁছায়। চট্টগ্রামের বাঁশখালি উপজেলা (১৩৫.২২%) শতাংশ অর্জনের মাধ্যমে সারাদেশে প্রথম হয়েছে এবং একই জেলার সীতাকুন্ড উপজেলা তৃতীয় হয়েছে।
তথ্য মতে, তারাগঞ্জ উপজেলার “জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন” ১৩৩ শতাংশ অর্জন একটি দৃষ্টান্ত। এই সাফল্য শুধু পরিসংখ্যান নয় বরং তারাগঞ্জের প্রতিটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সচিব, গ্রাম পুলিশ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত কাজের ফল। নিবন্ধন প্রক্রিয়াকে গতিশীল করতে নিয়মিত মনিটরিং ও পুরস্কারভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে মাঠপর্যায়ে ব্যাপক গণসচেতনতা কার্যক্রম, ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ, স্কুল-কলেজে প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে জোর দেওয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা কালবেলাকে বলেন, এই সাফল্য কেবল উপজেলা প্রশাসনের নয় তারাগঞ্জবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ইউনিয়ন চেয়ারম্যান, উদ্যোক্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনের এই সাফল্য, আগামী বছর গুলোতেও ধরে রাখার আহ্বান করছি। আমি মনে করি, এই সাফল্য দেশের অন্যান্য উপজেলা গুলোর জন্য অনুকরণীয় হয়ে উঠবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।