মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর জলঢাকায় প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে উপজেলার প্রায় দেড় শতাধীক হতদরিদ্র নারী ও পুরুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের হাতে কম্বল তুলেদেন কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন,যুগ্ম সম্পাদক আবেদ আলী, কোষাধ্যক্ষ ছারোয়ার হোসেন বাদশা সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।