রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
খাদ্য শস্য সংগ্রহ ব্যবস্থাপনা সিস্টেম খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রনালয় এবং আইসিটি বিভাগ এর উদ্যোগে নীলফামারীর জলঢাকায় বোর ধান চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষে কৃষকের অ্যাপ-এর লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ইউএনও এর অফিস কার্যালয়ে কৃষক নির্বাচন লটারি অ্যাপ-এর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর.সারোয়ার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা,কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিকী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ,কৃষকেরা সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এবারে বরাদ্দ ১৪ শত ১ মেট্রিক টন ও জিংক ধানের বরাদ্দ ৭৬ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এ উপজেলায় লটারির মাধ্যমে ৪৬৭ জন কৃষক নির্বাচন করা হয় এবং নির্বাচিত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।