Friday, April 19, 2024
Homeরংপুর বিভাগনীলফামারী জেলাজলঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জলঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক ফজলুল কবীর।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- বাহিরে যে সুন্দর সুন্দর গাড়িগুলো দেখতেছো, পড়াশোনা করে বড় হয়ে একদিন তোমরাই এ গাড়িতে উঠবে, আজকে আমরা আছি কালকে থাকবো না। আগামীতে এ দেশ পরিচালনার দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে।

রবিবার ১৮ই সেপ্টেম্বর ২০২২ইং দুপুরে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যান তিনি। পরে বালাগ্রাম সাউথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শ্রেণী পরিক্ষায় উত্তম ফলালের জন্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার ও প্রধান শিক্ষক আরিফ হোসেন প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments