৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি হয়েছেন আব্দুল মোমিন। দেশের শিল্পায়নে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির, হস্ত ও মাঝারি শিল্পের উন্নয়নে প্রধান প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ (দ্বি-বার্ষিক) মেয়াদ এর ১ম সভায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত আব্দুল মোমিন।
সূত্রঃ নাসিব/প্রকা/জে.শা/অনুমোদন/খ-৫৩/২৪/ মোতাবেক জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ (দ্বি-বার্ষিক) মেয়াদ এর ১ম সভায় কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সুযোগ্য সভাপতি মির্জা নুরুল গনী শোভন সিআইপি স্বাক্ষরিত নীলফামারী জেলা শাখার সভাপতি হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত আব্দুল মোমিন ও নির্বাচিত ১৭ (সতের) সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ অনুমোদন সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন বলেন, দেশের শিল্পায়নে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির, হস্ত ও মাঝারি শিল্পের উন্নয়নে প্রধান প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান এর ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ (দ্বি-বার্ষিক) মেয়াদে সফল ও সার্থক ভাবে নীলফামারী জেলার সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করেছি।
সাংগঠনিক দক্ষতায় এসএমই উদ্যোক্তাদের কল্যানে নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সুযোগ্য সভাপতি এসএমই উদ্যোক্তাদের প্রাণপুরুষ মির্জা নুরুল গনী শোভন সিআইপি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোপান বাস্তবায়নে সরকারের সহায়ক হিসাবে নিরন্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে নারী উদ্যোক্তাদের উন্নয়নের জন্য প্রশিক্ষণের মাধ্যমে নারীদের উপযোগী করে উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে যাচ্ছি।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।