বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুর্নজাগরণ সংঘটিত করো,বৈষম্যের অবসান করো, সুশাসন ও সমাজতন্ত্রের পথ ধরো- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ'র রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭শে সেপ্টেম্বর দুপুরে রংপুর টাউনহলে জাসদ কর্তৃক আয়োজিত রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্ধোধন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বাংলাদেশ ৪টি হুমকির মধ্যে আছে।
বিএনপি নির্বাচনের আগে নাগরদোলায় করে ক্ষমতায় যেতে চায়। তাদের ক্ষমতার বাইরে রেখে তালেবানি রাষ্ট্রগঠনের পাঁয়তারা রুখে দিতে হবে একথা বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু।
এ সভায় জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাঃ একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে এবং জাসদ এর সাংগঠনিক সম্পাদক কুমারেশ রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল জাসদ এর সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
সভায় আরও বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয়, জেলা এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় রংপুর বিভাগের আট জেলা ও রংপুর মহাগরের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।