মোহাম্মদ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
শুক্রবার ৩রা ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত রুকন সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এবং সম্মেলনের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথি তার ভার্চুয়াল বক্তব্যে বলেন- দুনিয়াতে যারা আল্লাহর গোলামী করবে তারা হবে জান্নাতী আর যারা আল্লাহর নাফরমানি করবে তারা হবে জাহান্নামী।
তিনি রুকনদের উদ্দেশ্যে বলেন- জান ও মালের কোরবানির মাধ্যমে সাহাবায়ে আজমাঈনদের ন্যায় দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে সদা প্রস্তুত রাখতে হবে। ভারপ্রাপ্ত আমীরে জামায়াত আরও বলেন, সকল কাজ করতে হবে মহান আল্লাহ তায়া’লার খুশির জন্য, সর্বোচ্চ এলেম অর্জন করে সেই অনুযায়ী আমল করতে হবে।
ব্যক্তিগত জীবনে আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, অছিয়ত করে যেতে হবে, ঋণমুক্ত জীবন যাপন করতে হবে, অপরের হক নষ্ট করা যাবে না এবং সবাইকে ক্ষমা করতে হবে।
বর্তমান ক্ষমতাসীন সরকারকে মানুষের অধিকার হরণকারী উল্লেখ করে বলেন- এই জালিম সরকারের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। আর সেই আন্দোলন আল্লাহর সাহায্যে বিজয় লাভ করবে।
তিনি আরও বলেন- ঐক্যবদ্ধ আন্দোলন করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা আদায় করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।