মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীতে পারিবারিক কবরস্থান দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। কবরস্থান দখল করে রাস্তা নির্মাণের সময় বাঁধা দিতে গেলে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি প্রদান করেন অভিযুক্তরা।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় শনিবারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়- ভুক্তভোগী কামাল আহম্মেদ টঙ্গীর প্রত্যাশা রোডে মুদাফা পূর্ব পাড়ায় দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে বাসবাস করে আসছেন এবং সেখানে তাদের একটি পারিবারিক কবরস্থান আছে। তাদের পারিবারিক কবরস্থান জোড় করে দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্রকে দীর্ঘদিন যাবৎ তাদের প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো।
গত ১৯শে আগষ্ট ২০২২ইং তারিখে হাজী মো. আমিন উদ্দিনের ছেলে আবু তাহের(৪০) ও হাবিবুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ লিটন এবং ওসমান মিয়া কবরস্থানের উপর রাস্তা নির্মাণকালে কামাল আহম্মেদ ও তার ভাইয়েরা বাঁধা প্রদান করলে বিবাদীগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ, দেশীয় অস্ত্র নিয়ে প্রাণে মারার চেষ্ঠা করে সেই সাথে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ ব্যাপারে অভিযুক্ত আবু তাহেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- এটি সাবেক টঙ্গী পৌরসভার পাশকৃত একটি ৬ ফিট রাস্তা ছিলো, পরে আমাদের প্রতিবেশীদের যাতায়াতের সুবিধার জন্য ৮ ফিট রাস্তা করার জন্য বর্তমান কাউন্সিলরের কাছে প্রস্তাব করিলে তারা ছয় মাস আগে রাস্তাটি বন্ধ করে নিজেদের পারিবারিক কবরস্থানের বলে দাবি করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম জানান- থানায় এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।