Thursday, April 25, 2024
Homeঢাকা বিভাগগাজীপুর জেলাটঙ্গীতে বিআইডব্লিউটিএ ইকোপার্ক ও স্পীড বোট উদ্বোধন

টঙ্গীতে বিআইডব্লিউটিএ ইকোপার্ক ও স্পীড বোট উদ্বোধন

মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে বিআইডব্লিউটিএ ইকোপার্ক ও টঙ্গী নদী বন্দর হতে ঢাকা বৃত্তাকার নৌপথে স্পীড বোট সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে টঙ্গীর নদী বন্দর মিরাশপাড়া এলাকায় এ ইকোপার্ক উদ্বোধন উপলক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শহীদ আহসান উল্লাহ মাষ্টারের নামে এই ইকোপার্কটির নাম ঘোষণা করেন।

এ সময় বিআইডব্লিউটিএ বিএন চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, নৌপরিবহন সচিব মোঃ মোস্তফা কামাল, বাংলাদেশ নৌ পুলিশ প্রধান মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন- নদী বন্দর এলাকায় তিন একর জমিতে ১১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে এই ইকোপার্কটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে ইকোপার্কে ১০ হাজার গাছ লাগানো হয়েছে এবং টঙ্গী থেকে কড্ডা, টঙ্গী থেকে কালীগঞ্জের উলুখোলায় ৫টি স্পিডবোর্ড সার্ভিস চালু করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments