ফেরদৌসুর রহমান- নিজস্ব প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ে জমিজমা সংক্রান্ত পূর্বের জের ধরে হামলার অভিযোগ উঠেছে সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি এলাকার মৃতঃ আনোয়রুল্লার চার ছেলে সোহাগ, রুবেল, হারুন ও আল-আমিনসহ আরো কয়েকজনের বিরুদ্ধে।
সদর উপজেলার ছোট খোচাবাড়ী পূর্ব নারগুনের শাহীন শাহ্ এর ছেলে পারভেজ এ অভিযোগ করে বলেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আমি খোচাবাড়ি হাটে নাস্তা করে ফিরছিলাম। গাড়ী থেকে নামার সাথে সাথেই সোহাগ, রুবেল, হারুন ও আল-আমিনসহ তাদের লোকজন হঠাৎ আমাদের উপর হামলা করে। আমি কিছু বুঝতে না বুঝতেই আমার হাত, পা, মাথায় অতর্কিতভাবে মারধোর করা শুরু করে। ঘটনা দেখে আমার স্ত্রীসহ পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপরও তারা হামলা চালায়। অবস্থা খারাপ দেখে আমরা কোনভাবে ঘটনাস্থল ত্যাগ করি এবং চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হই।
অন্যদিকে পারভেজ এর চাচি জানান, ভাতিজা পারভেজ ও আমার স্বামী খোচাবাড়ি হাটে নাস্তা খেতে গিয়েছিল। হঠাৎ একজন এসে বললো যে আমার ভাতিজাকে ও আমার স্বামীকে নাকি মারধোর করতেছে। শুনে সাথে সাথে আমি দৌড়ে ঘটনাস্থলে গেলে তারা আমাকেও বেধরক মারপিট করে।
অর্তর্কিতভাবে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন ভূক্তভোগীরা। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি হারুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যান।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।