বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
প্রেসিডিয়াম মেম্বার লায়ন ডাঃ আবুল কাশেম ভূঁইয়া স্মরণে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৬ই জানুয়ারী বিজয় নগরস্থ কার্যালয়ের সামনে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচিতে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।
উপস্থিত ছিলেন- প্রেডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস্ ছেযারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন চৌধুরী, মিডিয়া সেল সদস্য শেখ লিজা, আল আমিন মুন্না প্রমুখ।
উল্লেখ্য, ২০১২ইং সালের ৩০শে ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ পর নতুনধারা বাংলাদেশ এনডিবি এবং ২০১৭ইং সালের ৩১শে ডিসেম্বর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে আবেদনকালিন সময়ে প্রেসিডিয়াম মেম্বার হিসেবে নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন লায়ন ডাঃ আবুল কাশেম ভূঁইয়া। ২০২০ইং সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।