বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
ডাইনোসর যেভাবে মারা গেছে, আমার ডাকঘর মরবে না,বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
তিনি আরোও বলেন- বাংলাদেশটা আসলে একটা সোনা ফলা দেশ, আমি কামনা করি আমাদের মায়েরা এই সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভুমিকা পালন করবে।
তিনি বলেন- এক সময়ে চিঠি পত্র ছারা যোগাযোগের কোন মাধ্যম ছিলো না, এখন প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে, আমার ডাকঘর ডিজিটাল হচ্ছে এবং প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলছে।
মাদারীপুরের রাজৈর উপজেলার নির্মাণধীন ডাকঘর অফিস পরিদর্শনে এসে এসব কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
এসময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক মুক্ত আলোচনায় মন্ত্রী বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল( পিপিএম বার), রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, রাজৈর উপজেলা যুবলীগ ছাত্রলীগ পৌর যুবলীগ ছাত্রলীগ সাংবাদিক সহ অন্য অন্য নেত্রী বৃন্দ।