রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল'সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর খিলগাঁও থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ ফরহাদ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোঃ মজিবুর রহমান ও মোঃ সালাউদ্দিন।
গতকাল বুধবার ২৫শে মে ২০২২ইং দিবাগত-রাত ৮টা ৫ ঘটিকায় খিলগাঁও থানার গভঃস্টাফ কোয়ার্টার এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক গণমাধ্যম কর্মীদের জানান- কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলা হতে পিকআপ যোগে গাঁজা নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম খিলগাঁও থানার গভঃস্টাফ কোয়ার্টার জামে মসজিদের বিপরীত পার্শ্বে যাত্রী ছাউনির সামনে অবস্থান নেয়।
এরপরে কাঙ্ক্ষিত পিকআপটি আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিয়ে থামানোর সাথে সাথে পিকআপ রেখে পালানোর সময় ফরহাদ, জাহাঙ্গীর, মজিবুর ও সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন- গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার ২৬শে মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।