Thursday, April 25, 2024
Homeরংপুর বিভাগনীলফামারী জেলাডিমলায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডিমলায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আলমগীর ইসলাম- ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় উপজেলা আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ই জানুয়ারি সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷

তিনি বক্তব্যে চুরি রোধ, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করেন এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান করেন৷ বিগত মাসের আইন-শৃংখলা পরিস্থিতির বিষয় নিয়ে আলোকপাত করেন, ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায়।

তিনি জানান- গতমাসে নারী-শিশু নির্যাতন দমন আইনে ৩টি ও মাদক সেবনের দায়ে ২ জনের নামে মামলা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি করা হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস্ চেয়ারম্যান আয়শা সিদ্দীকা৷ এসময় আরও বক্তব্য দেন, উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, বিজিবি’র থানারহাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আজাদ রহমান, বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান৷

এসময় উপস্থিত ছিলেন- গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামছুল হক, নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) পুরবী রানী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার।

উপজেলার আইন শৃংখলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমাসের মতো আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর করে যেতে হবে যাতে করে সীমান্ত অতিক্রম করে কেউ গরু সহ মাদক নিয়ে আসতে না পারে। সেই সাথে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয় জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments