আলমগীর ইসলাম- ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কেয়ার বাজার সংলগ্ন বুড়ি তিস্তা নদী সহ বিভিন্ন খাল বিল ও জলাশয়ে অভিযান চালিয়ে পানিতে পেতে রাখা প্রায় ২৫ হাজার মিটার চায়না দুয়ারী অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে গ্রাম পুলিশের একটি চৌকস দল।
বুধবার ৫ই জুলাই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর নির্দেশক্রমে ও ডিমলা সদর ইউপি চেয়ারম্যান এ এইচ এম ফিরোজ সরকার এর নেতৃত্বে গ্রাম পুলিশ রমিজুল ইসলাম (দফাদার) তার সঙ্গীয় ফোস আমিনুর, সন্তোষ, রবিদাস, আব্দুল্লাহ, ভরত চন্দ্রসহ অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল পেতে মাছ ধরা ব্যক্তিরা পালিয়ে যায়। জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জালগুলো সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চেয়ারম্যান এ,এইচ,এম ফিরোজ সরকারের উপস্থিতিতে প্রকাশ্যে লোকালয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
গ্রাম পুলিশ রমিজুল ইসলাম বলেন, দেশীয় প্রজাতির সব ধরনের মাছ রক্ষার্থে চলতি মাসে উপজেলা পরিষদ কর্তৃক রোলকল পরবর্তী সময়ে আমাদের সকল সদস্যকে বিভিন্ন জলাশয় থেকে অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ নির্দেশ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। তাই উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা এ অভিযান পরিচালনা করেছি। আমরা যেখানেই কারেন্ট জাল দেখবে সেখান থেকেই জাল জব্দ করে ধ্বংস করবো, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।