শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে বাবা আব্দুল আজিজ(৭০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ(৭০) ওই এলাকার মৃত পহাদ্দির ছেলে এবং তার বড় নুর ইসলামের কোদালের কোপে নিহত হন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওইদিন সকালে নিহত আজিজের সাথে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পার্শ্বে ভূট্টা লাগানোর জমিতে মারামারির ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেয়। সেই কোপে আজিজ গুরুতর হয়ে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, ঘটনার পর থেকে নিহতের ছেলে নুর ইসলাম পালিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।