রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
আলমগীর ইসলাম- ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)র উদ্যোগে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিবগণের দুই দিনব্যাপি স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স সমাপ্তি হয়েছে। দু-দিন ব্যাপী কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন, ২৯ আগারগাঁও, শের-ই-বাংলা নগর ঢাকা-১২০৭ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র উপপরিচালক মোহাম্মদ মঈনুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী।
রবিবার (১২-মে) বিকেলে সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা ওই সনদপত্র বিতরণ করেন। উপজেলা পরিষদ হলরুমে অস্থায়ী প্রশিক্ষণ সেন্টারে শনিবার থেকে ওই কোর্স অনুষ্ঠিত হয় আর রবিবার শেষ হয়। কোর্সটির দ্বিতীয় দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার পরিচালনা করেন। এতে উপজেলার ১০ টি ইউনিয়নের ১৫০জন চেয়ারম্যান, সদস্য, সচিব এই কোর্সে অংশ গ্রহন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, স্থানীয় সরকারের অধীনে চেয়ারম্যান, সদস্য, সচিবগণদের দক্ষতা বৃদ্ধি, ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়, আহরণ ও বাজেট ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ের উপর এই প্রশিক্ষণ দেওয়া হয়।
তিনি আরও বলেন, সঠিকভাবে বৈধ খাত থেকে আয় যেমন- কর, ইজারা থেকে আয় দ্বারা সকল নাগরিকের সমান সেবা প্রদান করা ইউনিয়ন পরিষদের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য জনগণের সেবা জনগণের দোর-গোড়ায় পৌঁছে দেওয়া আপনাদের কর্তব্য।