শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
নুরকাদের সরকার- নিজস্ব প্রতিনিধিঃ
প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করার অপরাধে নীলফামারীর ডোমারে “আজাদ ফুড প্রোডাক্টস” নামে এক লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার ৩০শে মার্চ বিকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বোড়াগাড়ী ব্রিজের পূর্বদিকের এলাকায় “আজাদ ফুড প্রোডাক্টস” এর কারখানায় অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এতে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় কারখানার মালিক মোঃ আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় এবং জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করা হয়।
এসময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।