খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অযত্নে-অবহেলায় টাঙানো অবস্থায় দেখা যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
নিয়মানুযায়ী দেশের সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে রাখা বাধ্যতামূলক। কিন্তু এমন নির্দেশনা অবহেলার মাধ্যমে উপেক্ষা করা এক ধরনের অবমাননাকর বটে!
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষককে প্রায় ৬/৭ মাস আগেই ছবিগুলো পরিবর্তন করার জন্য বলেছি। স্যার কেন পরিবর্তন করেনি তা বলতে পারবো না।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার রায় বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির অর্ডার দেয়া হয়েছে, এখনো আসে নাই।
এদিকে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অসম্মান করার কারনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ (তথ্য সংগৃহীত)
এ বিষয়ে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সব প্রতিষ্ঠানের ছবিগুলো পরিবর্তন করার জন্য বলা হয়েছে উনি কেন করেননি সেটা আমার জানা নেই।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।