নাহিদুজ্জামান নাহিদ- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার (ইউএলও) বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করায় হুমকির মুখে পড়েছেন এক অভিযোগকারী। গত মঙ্গলবার (১৮ মার্চ) অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়ায় উপজেলা গন অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোরছালিন হককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোরছালিন হক বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৮ মার্চ) ২০২৫ইং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার (ইউএলও) বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির ও অবৈধ ভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগে মানববন্ধন করেন এলাকার খামারি ও স্থাণীয় জনসাধারণ। মানববন্ধনে অংশগ্রহণ করার কারনে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত ব্যক্তির একটি মোবাইল নম্বর থেকে উপজেলা প্রাণিসম্পদের ভিএফএ ফিরোজ হোসেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মামুনুর রশিদের পক্ষে মোঃ মোরছালিনকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকী দেন।
হুমকী প্রদানকারীর অজ্ঞাত নম্বরের পরিচয় পাওয়া যায় তিনি হলেন, বালাপাড়া গ্রামের দুলাল হোসেন। এছাড়াও একই দিনে রাত ৮টার দিকে ৭-৮ জন লোক লাঠিসোঁটা ও রড নিয়ে তাকে মারার জন্য খোঁজাখুঁজি করে। মোরছালিনকে না পেয়ে তার বাবা মোস্তাকিম হোসেনকে প্রাণনাশের হুমকি ও মানুষিক চাপ দেয়। তিনি নিজের ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, হুমকীর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলামান, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
“উপদেষ্টা
ও সম্পাদক
মন্ডলী”
প্রধান উপদেষ্টা- মোঃ মকবুল হোসেন।
আইন উপদেষ্টা- মোঃ জুয়েল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- লাতিফুল সাফি ডায়মন্ড।
ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পি সরকার।
“বার্তা
সম্পাদকীয় অস্থায়ী
কার্যালয়”
নিরাপদ টেলিকম এন্ড এন্টারটেইনমেন্ট,
কিশোরগঞ্জ রোড, তারাগঞ্জ বাজার- রংপুর মোবাইলঃ +8801735661194.
সংবাদ পাঠানোর ই-মেইলঃ 71sangbad24.com@gmail.com,
পত্রিকাটি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত-(আই ডি নং-364) এবং বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।