শনিবার, ১০ মে ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ধুনটে কৃষক দলের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা নড়াইলে যুবকের মরদেহ উদ্ধার নড়াইলে দুই ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার ৪ ধুনটে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর মানববন্ধন নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত-১ চলমান মামলা সত্বেও মাছ লুট- সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ নড়াইলে ডিবির অভিযান গাঁজাসহ গ্রেপ্তার-১ ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমকিদাতাদের গ্রেপ্তার দাবি পীরগাছায় প্রভাব বিস্তার করে মসজিদে তালা বিআরটিএ বাড়তি টাকা আদায়ের সত্যতা পেয়েছে দুদক রাণীশংকৈল সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ কেরানী থেকে রাতারাতি প্রধান শিক্ষক, অবশেষে সাময়িক বরখাস্থ রংপুরে হামলার শিকার ব্যবসায়ীর সংবাদ সম্মেলন জলঢাকায় হাট ইজারা থেকে রাজস্ব আয় দুই কোটি ৫০ লাখের বেশি আদালতের আদেশ অমান্য করে ভুট্টা ছিড়ে নিয়ে যাওয়ার অভিযোগ নড়াইলে সেনা-পুলিশের অভিযানে অস্ত্র সহ আটক ৩ ফুলবাড়ীতে জমিজমার বিরোধে কলাবাগান কাটলেন প্রতিপক্ষরা দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্ট মাথা চাড়া দিবে

তারাগঞ্জে গাছ খাওয়াকে কেন্দ্র করে হামলা আহত ৫

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুঠি ইউনিয়নের কোরানী পাড়া এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ৫ জনকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করেন একই এলাকার সন্ত্রাসী আলমগীর হোসেন ওরফে খরকু গং।

মামলার বাদি কামরুল হক(২৬) প্রতিবেদককে জানায়, আলমগীর হোসেন (খরকু) সাথে আমাদের পূর্ব হইতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়া ঝগড়া বিবাদ সহ বিরোধ ছিলো।

আমাদের বসতবাড়ীর সামনে খুলিয়ানের পরিত্যক্ত জায়গায় আমার পরিবারের লোকজন মরিচ চাষাবাদ করে। এরমধ্যে উক্ত আসামীদের ছাগল প্রায় সময় আমাদের উঠানে আসিয়া উক্ত মরিচের গাছগুলোর খাইয়া ক্ষতি করে।

বিষয়টি আমি আসামী আলমগীর হোসেন খড়কুদেরকে একাধিকবার বাঁধা নিষেধ করলেও তারা প্রায় সময় আমাদেরকে গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকী ধামকী প্রদর্শন করতে থাকে।

আমরা তারপরেও সমঝোতার লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপোষ মিমাংসা করার চেষ্টা করলেও তাহারা উক্ত বিষয়ে কোন কর্নপাত না করে আরো বেপরোয়া হয়ে উঠে।

এমতাবস্থায় গত ১৬/০৪/২০২৫ ইং তারিখে বিকালে উপরোক্ত আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে বাশেঁর লাঠি, লোহার রড, ধারালো ছোৱা, হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে আমাদের বসতবাড়ীর বাহির উঠানে অনধিকার প্রবেশ করে আমার পরিবারের লোকজনদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমার বড় ভাই খায়রুল বাশার ও আমার ছোট বোন সোনা মনি আক্তার বিবাদীগণকে

গালিগালাজ করতে নিষেধ করলে ২নং আসামী আলমগীর হোসেন এর হুকুমে অন্যান্য আসামিরা বাশেঁর লাঠি সোডা দ্বারা আমার ভাই খায়রুল বাশার ও আমার বোন সোনা মনি আক্তারকে এলোপাতারী মারডাং করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছেলা ও ফোলা কালশিড়া জখম করে।

ওই সময় ০১নং আসামী লিমন মিয়া আমার ছোট বোন সোনা মনি আক্তার ফাতেমার পরিহিত কাপড় চোপড় টানা হেচড়া করে সিলতাহানি ঘটায়। উক্ত সময় ০৫নং আসামী মিলন মিয়া আমার ছোট বোনের পরিহিত ওড়না কেড়ে নিয়ে গলায় পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

সেই সুযোগে ২নং আসামী আলমগীর হোসেন আমার ছোট বোনের গলায় থাকা ০১(এক) ভরি ওজনের স্বর্ণের চেইন, যাহার মূল্য অনুমান-১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা সু-কৌশলে টান দিয়ে চুরি করে নেয়।

এহেন কর্মকাণ্ড দেখে আমার বাবা আব্দুস ছালাম, মা খাদিজা বেগম এবং আমার বড় চাচা আব্দুল খালেকগণ এগিয়ে এসে আসামীদের কবল হতে আমার ভাই খায়রুল বাশার ও আমার ছোট বোনকে রক্ষার চেষ্টা করলে আসামীরা বাঁশের লাঠি ও লোহার রড দ্বারা আমার বাবা, মা ও বড় চাচা আব্দুল খালেককে এলোপাতারী মারডাং করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। সে সময় ১নং আসামী লিমন মিয়ার হাতে থাকা”ধারালো ছোরা হত্যার উদ্দেশ্যে আমার বড় চাচা আব্দুল খালেক এর মাথায় পরপর ২ (দুই) বার মাথার মাঝখানে জখম করে। ৩নং আসামী লেবিনা বেগম এর হাতে থাকা ধারালো ছোরা দ্বারা আমার বাবা আব্দুস ছালামকে মাথার মাঝখানে চোট মেরে গুরুতর জখম করে।

০৫নং আসামী মিলন মিয়ার হাতে থাকা ধারালো ছোরা দ্বারা আমার বাবার ডান চোখের ভ্রুতে চোট মেরে জখম করে। এর মধ্যে ০১নং আসামী লিমন মিয়ার হাতে থাকা ধারালো ছোৱা ফেলে দিয়ে ০৪নং আসামীর হাত হতে লোহার রড নিয়ে আমার বাবার কোমরের মধ্যে ডাং মারিয়া গুরুত্বর হাড়ভাঙ্গা জখম হয়। উক্ত সময় ০৪নং আসামী আনজু বেগম মাটি হতে ধারালো ছোরা কুড়িয়ে নিয়ে আমার মা খাদিজা বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথার মাঝখানে চোট মেরে জখম করে।

ভুক্তভোগী পরিবারের সদস্যগণ আরো বলেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরেও তারা এখনো দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা বাঁচতে পারব না। এ বিষয়ে ৫ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে যাহার নং ০৬, তাং ১৮/০৪/২০২৫। কিন্তু অজ্ঞাত কারণে এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।

এব্যাপারে তারাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি তদন্ত চলমানের পাশাপাশি আসামি ধরার প্রকৃয়া অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com