রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল তারাগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ২০২৪ইং রংপুর জেলা কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সভাপতি মর্জিনা জাহান স্বর্ণা ও সাধারণ সম্পাদক রওশন আরা স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে মোছা. শেফালী বেগম সভাপতি ও মোছা. আঁখি খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে।
এছাড়াও কমিটিতে, মনি আক্তার, বিউটি বেগম, মৌলদা বেগম ও ইয়াসমিন বেগম সহ মোট চার জন সহ. সভাপতি নির্বাচিত হন। কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক সাবানা বেগম, সহ. সাধারণ সম্পাদক শেফালী বেগম, জান্নাতী বেগম ও সায়রা বেগম স্থান পেয়েছেন।
কমিটির তালিকায় সাংগঠনিক সম্পাদক রায়টি বেগম, সহ. সাংগঠনিক সম্পাদক লায়লা বেগম ও রুবি বেগম। প্রচার সম্পাদক সায়রা বেগম, দপ্তর সম্পাদক শামছুন্নাহার, সহ. দপ্তর সম্পাদক শাহিনা বেগম নাম রয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, শেফালী রানী, ছবি বেগম, ছাবিলা বেগম, মুক্তা বেগম, লাভলী বেগম, সাথী রানী, শ্যামলী রানী, রিনা বেগম, নাজমা বেগম, মুক্তা বেগম, শিউলি বেগম, আনুফা বেগম, শেফালী রানী, রুবিনা আক্তার, তানজিমা বেগম প্রমুখ।